খাদিজার মুক্তির দাবিতে জাবিতে বিক্ষোভ মিছিল
রোববার (২৭ আগস্ট) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে মিছিলটি বের হয়।
প্রথম নিউজ, জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: কারাগারে আটক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কুবরার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রগতিশীল শিক্ষার্থীরা।
রোববার (২৭ আগস্ট) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে মিছিলটি বের হয়। এটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে এসে পরিবহন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তাপসী দে প্রাপ্তি বলেন, আমরা স্বাধীন রাষ্ট্রের নাগরিক হলেও আমাদের কোনো স্বাধীনতা নেই। শুধুমাত্র একজন উপস্থাপক হওয়ায় খাদিজাকে ৩৬৫ দিন জেলে থাকতে হচ্ছে। খাদিজার প্রশ্নগুলো স্বাধীন রাষ্ট্রের নাগরিকের করার অধিকার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর এ ব্যাপারে নিশ্চুপ। রাষ্ট্রের কোথায় এতো ভয়? প্রতিটা জায়গায় বিরুদ্ধ মতকে গলাটিপে হত্যা করা হয়। সাংবাদিকদের বাসা থেকে তুলে নেওয়া হয়।
এ সময় জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুমাইয়া জাহান বলেন, যে আইন আমাদের ভোগান্তির কারণ হয়, সে আইনের প্রয়োজন নেই। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আসলে ক্ষমতাসীনদের জন্য। এর ব্যবহারও ক্ষমতাসীনদের হাতে৷
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সহকারী সাধারণ সম্পাদক ঋগ্ধ্য অনিন্দ্য গাঙ্গুলী বলেন, ৩৬৫ দিন হলো রাষ্ট্রীয় বাহিনী দ্বারা খাদিজাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে৷ মুশতাক, কিশোরের সাথেও ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এর আগে। প্রতিটি শ্রেণি-পেশার মানুষ সরকারের ওপর আস্থা হারিয়েছে। দেশকে বাঁচাতে হলে আমাদের রাস্তায় নামতে হবে। সরকার তখনই এভাবে উঠিয়ে নেয় যখন তার গদি টলমল করে। আমরা হুঁশিয়ারি দিতে চাই, মানুষকে ক্ষ্যাপাবেন না৷ এর পরিণাম ভালো হয় না। নাম বদলে, সাজা কমিয়ে বাড়িয়ে, জরিমানা কমিয়ে বাড়িয়ে এই আইন থেকেই যাচ্ছে। আমরা এটার বাতিল চাই।