খাগড়াছড়ির ৫ উপজেলায় বুধবার সড়ক অবরোধ
ইউপিডিএফ সদস্য হ্লাচিং মং মারমা (উষা) হত্যার প্রতিবাদে এবং খুনীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বুধবার খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ
প্রথম নিউজ, খাগড়াছড়ি : খাগড়াছড়ির মানিকছড়িতে ইউপিডিএফ সদস্য হ্লাচিং মং মারমা (উষা) হত্যার প্রতিবাদে এবং খুনীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বুধবার খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ।
ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা স্বাক্ষরিত এই প্রেস বিবৃতি জানানো হয়, বুধবার ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা শান্তিপূর্ণ এ সড়ক অবরোধের কর্মসূচি পালন করা হবে।
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা, গুইমারা, মানিকছড়ি, রামগড় ও লক্ষ্মীছড়ি এই পাঁচ উপজেলায় এ কর্মসূচি পালন করা হবে।
উল্লেখ্য, গত রোববার হ্লাচিং মং মারমা (উষা) সাংগঠনিক কাজে যোগ্যছোলা ইউনিয়নের স্কুলপাড়া এলাকায় গেলে তাকে ধরে নির্মমভাবে পিটিয়ে পুলিশের কাছে তুলে দেয় প্রতিপক্ষের লোকজন। এরপর তাকে আহত অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান বলে জানিয়েছে ইউপিডিএফ।
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en, https://play.google.com/store/apps/details?id=com.prothomnews, https://youtube.com/protho