কেসিসি নির্বাচন নগরীতে বহিরাগতদের আনাগোনা, সুষ্ঠু  ভোট নিয়ে শঙ্কা তৈরি হয়েছে : মুশফিক

কেসিসি নির্বাচন নগরীতে বহিরাগতদের আনাগোনা, সুষ্ঠু  ভোট নিয়ে শঙ্কা তৈরি হয়েছে : মুশফিক

প্রথম নিউজ, খুলনা : খুলনা সিটি কর্পোরেশ নির্বাচনে টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী এস এম শফিকুর রহমান মুশফিক বলেছেন, হঠাৎ করে নগরীতে বহিরাগতদের আনাগোনা বেড়ে গেছে। একটি বিশেষ রাজনৈতিকদলের প্রার্থীর পক্ষে এসব বহিরাগত ব্যক্তি গত শনিবার থেকে খুলনা শহরে প্রবেশ করেছে। বর্তমানে তারা বিভিন্ন হোটেল, আত্মীয় এবং বন্ধুদের বাড়িতে অবস্থান করছে। গত শনিবার দুপুর থেকে মধ্য রাত পর্যন্ত পাশর্^বর্তী একটি জেলার বিপুল সংখ্যক মানুষ মোটসাইকেল যোগে খুলনা শহরে প্রবেশ করেছে। খানজাহান আলী সেতুর টোল প্লাজায় এসব বহিরাগতদের মোটরসাইকেলের ভিড় পড়ে যায়। তিনি মনে করেন, এসব বহিরাগতরা আগামীকাল (১২জুন) নির্বাচনের দিন মাঠে নেমে ভোটারদের প্রভাবিত করতে পারে এবং নির্বাচনী পরিবেশ বিনষ্ট করতে পারে। ফলে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। অবিলম্বে এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য তিনি নির্বাচন কমিশন ও আইন-শৃংখলা বাহিনীর প্রতি আহবান জানিয়েছেন।
স্বতন্ত্র মেয়র প্রার্থী এস এম শফিকুর রহমান মুশফিক আরও বলেন, নির্বাচনী পরিবেশ এখনও ভালো রয়েছে। তবে ভোটারদের পুরোপুরি শঙ্কা কাটেনি। তাই ভোটারদের শঙ্কা কাটিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত করাই হবে এ নির্বাচনের সফলতা।
তিনি বলেন, ১২ জুন একটি সুন্দর দিন হতে পারে খুলনাবাসীর জন্য। এ দিন হতে পারে খুলনাবাসীর কাঙ্খিত পরিবর্তানের দিন। এজন্য ঘরে বসে না থেকে তিনি ভোটকেন্দ্রে যাওয়ার জন্যা ভোটারদের আহবান জানান। ভোট কেন্দ্রে যেয়ে যাকে ইচ্ছা তাকেই ভোট দিন। নতুন ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরাই তোমাদের প্রথম ভোটটি প্রদান করে এক অভাবনীয় ইতিহাসের স্বাক্ষী হয়ে থাকো। কেননা এ রাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থার প্রতি আস্থা সৃষ্টি করতে হলে তরুন ভোটারদের অংশগ্রহণই হবে অন্যতম নিয়ামক। 
তিনি সকল ভোটারদের বলেন, “আমাকে সুযোগ দিন আমি বদলে দেবো“। আগামীকাল ১২জুন সারাদিন ভোট হবে টেবিল প্রতীকের। টেবিল ঘড়ি হলো খুলনাবাসীর প্রতিবাদ ও পরিবর্তনের প্রতীক। কেননা এবার নির্বাচন কমিশন ও প্রশাসন প্রতিজ্ঞা করেছে এ রাষ্ট্রের নাগরিকের ভোট নিয়ে কেউ ছিনিমিনি খেলতে না পারে। ভোটাররা সাহস করে ভোট কেন্দ্রে উপস্থিত হলে বদলে যাবে পরিস্থিতি। আর সেই বদলে যাওয়ার ইতিহাস গড়বে এবার খুলনাবাসী।