কৃষিবিদ শামীমের মুক্তি দাবি বিএসপিপি'র

আহবায়ক প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন ও সদস্য সচিব সাংবাদিক কাদের গনি চৌধুরী আজ ২৫ ফেব্রুয়ারী শনিবার এক যুক্ত বিবৃতিতে কেন্দ্রীয় পেশাজীবী নেতা ও বিএনপির সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

কৃষিবিদ শামীমের মুক্তি দাবি বিএসপিপি'র
কৃষিবিদ শামীমের মুক্তি দাবি বিএসপিপি'র

প্রথম নিউজ, ডেস্ক: বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) আহবায়ক প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন ও সদস্য সচিব সাংবাদিক কাদের গনি চৌধুরী আজ ২৫ ফেব্রুয়ারী শনিবার এক যুক্ত বিবৃতিতে কেন্দ্রীয় পেশাজীবী নেতা ও বিএনপির সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পেশাজীবী নেতৃদ্বয় কৃষিবিদ শামীমসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন।

বিবৃতিতে বিএসপিপি নেতৃদ্বয় বলেন, গতকাল সকালে বাগেরহাটে বিরোধী দলের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে পুলিশ অবৈধভাবে বাধা প্রদান করে এবং এবং কেন্দ্রীয় পেশাজীবী নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীমসহ বিরোধীদলেব ৩০ নেতা-কর্মীকে গ্রেফতার করে। সভা-সমাবেশে এধরণের বাধা নাগরিকদের গণতান্ত্রিক অধিকার খর্ব করার শামিল। বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকারের অন্যায়, অবিচার ‍ও দুঃশাসনের বিরুদ্ধে কেউ কথা বলতে পারছে না। দেশের কোথাও রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেয়া হচ্ছে না। কেউ প্রতিবাদ করলে হামলা, মামলা ও গুমের স্বীকার হতে হচ্ছে। আওয়ামী লীগের দুঃশাসনে দেশে এক ভয়ঙ্কর পরিবেশ বিরাজ করছে। সরকার দেশের মানুষের বাক স্বাধীনতা রোধ করে দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: