কি‌শোরগ‌ঞ্জে দুই নবজাতক ও এক নারীর মরদেহ উদ্ধার

  কি‌শোরগ‌ঞ্জের ক‌রিমগ‌ঞ্জে জগতশাহ মোড়ে রাস্তার পাশ থেকে দুই নবজাতক ও উপজেলার নোয়াবাদ ইউনিয়নের সিন্দ্রিপ এলাকার ভুট্টা ক্ষেতের পাশ থেকে এক নারী‌র মরদেহ উদ্ধার করেছে পুলিশ

কি‌শোরগ‌ঞ্জে দুই নবজাতক ও এক নারীর মরদেহ উদ্ধার
কি‌শোরগ‌ঞ্জে দুই নবজাতক ও এক নারীর মরদেহ উদ্ধার

প্রথম নিউজ, কি‌শোরগ‌ঞ্জ:  কি‌শোরগ‌ঞ্জের ক‌রিমগ‌ঞ্জে জগতশাহ মোড়ে রাস্তার পাশ থেকে দুই নবজাতক ও উপজেলার নোয়াবাদ ইউনিয়নের সিন্দ্রিপ এলাকার ভুট্টা ক্ষেতের পাশ থেকে এক নারী‌র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে করিমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, দুই নবজাতকের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে সকালে মরদেহ উদ্ধার হাওয়া নারী হালিমা আক্তার ওই এলাকার আফতাব হোসেনের স্ত্রী। তিনটি মরদেহই ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে উপজেলার নোয়াবাদ ইউনিয়নের সিন্দ্রিপ এলাকায় ভুট্টা ক্ষেতের পাশে এক বয়স্ক নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। অন্যদিকে দুপুরে উপজেলার জাফরাবাদ ইউনিয়নের জগতশাহ মোড়ে পাকা রাস্তার পাশে ব্যাগ দিয়ে মোড়ানো অবস্থায় দুই নবজাতকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। 

ওসি শামছুল আলম সিদ্দিকী জানান, এ দুটি ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: