কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে ছিনতাইয়ের শিকার বাংলাদেশি শিক্ষক
ধৃমল দত্ত, কলকাতা: ভারতের কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে ট্রেনে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক বাংলাদেশি শিক্ষক
প্রথম নিউজ, ডেস্ক : ধৃমল দত্ত, কলকাতা: ভারতের কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে ট্রেনে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক বাংলাদেশি শিক্ষক। তার পকেটে থাকা ৭৫ হাজার রুপি ছিনিয়ে নিয়েছিল ছিনতাইকারী। তবে ট্রেনের যাত্রী ও পুলিশের সহায়তায় ৭২ হাজার রুপি ফেরত পেয়েছেন ওই শিক্ষক।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) কলকাতার রানাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ওই শিক্ষকের নাম গৌতম চন্দ্র বিশ্বাস। তিনি বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালী থানার বাসিন্দা।
রানাঘাট রেল পুলিশ (জিআরপি) সূত্রে জানা যায়, গৌতম বিশ্বাস তার স্ত্রী সান্তনা রানী রায় ও ছেলেকে নিয়ে কলকাতার মুকুন্দপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক দেখানোর জন্য ভারতে এসেছেন। নদীয়া জেলার বাদকুল্লায় ওই শিক্ষকের ভাগ্নে গৌরাঙ্গ মন্ডলের বাড়িতে তাদের থাকার কথা ছিল। এজন্য তারা রানাঘাট থেকে ট্রেনে করে বাতকুল্লার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু তারা ভুল করে শান্তিপুর লোকাল ট্রেনে উঠে পড়েন। ট্রেনে উঠার কিছুক্ষণ পর গৌতম বিশ্বাসের পকেটে থাকা ৭৫ হাজার রুপি ছিনিয়ে নেয় ছিনতাইকারী। এসময় তিনি ছিনতাইকারীর হাত চেপে ধরে চিৎকার করতে থাকেন। পরে ছিনতাইকারীকে গণপিটুনি দেন ট্রেনের যাত্রীরা।
আরও জানা যায়, ছিনতাইয়ের ঘটনায় আটক ওই ব্যক্তির নাম রাজু মন্ডল। তিনি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মাজদিয়া বাগানপাড়ার বাসিন্দা। এ ঘটনায় তার সঙ্গে বাবু ঘোষ নামে অন্য এক ব্যক্তি জড়িত ছিলেন। পরে ছিনতাইকারী রাজুকে রানাঘাট রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আটকের পর রাজুর কাছ থেকে ৭২ হাজার রুপি উদ্ধার করা হয়। পরে রাজু জানান, মারধরের সময়ই কিছু রুপি বাবু ঘোষ নিয়ে ট্রেনে ভিড়ের মধ্যে মিশে যায়।
শিক্ষক গৌতম বিশ্বাস বলেন, কোমরের হাড় সংক্রান্ত অসুস্থতার জন্য বুধবার কলকাতার মুকুন্দপুর একটি বেসরকারি হাসপাতালে যাওয়ার কথা। এর আগে এসব ঘটলো।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews