কলকাতায় গার্স্টিন প্লেসের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড

কলকাতায় গার্স্টিন প্লেসের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রথম নিউজ, ডেস্ক : ১৪ জুন কলকাতা শহরের অ্যাক্রোপলিস মলের চারতলায় আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকেছিল গোটা এলাকা। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শপিং মলের কাচ ভাঙতে হয়েছিল দমকল কর্মীদের। তার রেশ কাটতে না কাটতেই  শহরের বুকে ফের অগ্নিকাণ্ড। ভয়াবহ আগুন লাগে ৫ নম্বর গার্স্টিন স্ট্রিটে ব্যাঙ্কশাল কোর্টের পাশে একটি পুরনো বহুতলে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৮টি ইঞ্জিন। বহুতলটি বেশ ঘিঞ্জি এলাকায়। তার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ভিতর থেকে বারবার বিস্ফোরণের শব্দও শুনতে পাওয়া যায়।
বিজ্ঞাপন
আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দমকল দফতরের আধিকারিকদেরও বেশ খানিকটা বেগ পেতে হয় তা নিয়ন্ত্রণের জন্য। আগুন নিয়ন্ত্রণে এলেও বেশ কিছু 'ফায়ার পকেট' থাকতে পারে বলে মনে করছেন দমকল কর্মীরা। সেগুলিকেও নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। ওই বহুতলে কমপক্ষে ২০-২৫টি পরিবারের বাস। বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের জেরে দেওয়ালে ফাটল ধরেছে। ওই বহুতলটিতে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এলাকার কাউন্সিলর সন্তোষ পাঠক সেখানে পৌঁছন। কংগ্রেস কাউন্সিলরের অভিযোগ, ওই বাড়িটিতে রাসায়নিক গুদাম রয়েছে। সে কারণেই আগুন লাগে। এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের বিরুদ্ধে দেরিতে ঘটনাস্থলে পৌঁছনোর অভিযোগও করেছেন কংগ্রেস কাউন্সিলর। দিনকয়েক আগে ক্যামাক স্ট্রিটে একটি বন্ধ রেস্তরাঁতেও আগুন লেগে যায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের গার্স্টিন প্লেসে  অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা।