করোনায় ২৪ঘন্টায় মৃত্যু ২০ জন, শনাক্ত ৪১৫

মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৬৭৪ জনে

 করোনায় ২৪ঘন্টায় মৃত্যু ২০ জন, শনাক্ত ৪১৫
করোনায় মৃত্যু ব্যাক্তির লাশ নিয়ে যাওয়া হচ্ছে

প্রথম নিউজ, ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ২০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১২ জন এবং নারী ৮ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৭ জন এবং বেসরকারি হাসপাতালে তিনজন মারা যান।

এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৬৭৪ জনে।

গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৯২৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করতে ৯৯ লাখ ৩১ হাজার ৮৪১টি নমুনা পরীক্ষা করা হয়।

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন ৪১৫ জন রোগী শনাক্ত হয়। এ নিয়ে মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৬১ হাজার ৮৭৮ জনে দাঁড়ালো। সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২ দশমিক ৪৫ শতাংশ।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকে আজ শনিবার (৯ অক্টোবর) পর্যন্ত মোট নমুনা পরীক্ষার ভিত্তিতে শনাক্তের হার ১৫ দশমিক ৭৩ শতাংশ।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ সময় সুস্থ হয়ে উঠেছেন ৫৪৩ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ২৩ হাজার ১৩৪ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের মধ্যে বিশোর্ধ্ব দুজন, ত্রিশোর্ধ্ব দুজন, চল্লিশোর্ধ্ব দুজন, পঞ্চাশোর্ধ তিনজন, ষাটোর্ধ্ব ৯ জন, সতরোর্ধ্ব একজন এবং ৮০ বছরের বেশি বয়সী একজন মারা যান।

২০ জনের মধ্যে ঢাকা বিভাগে ৯ জন, চট্টগ্রামে চারজন, খুলনায় একজন, বরিশালে একজন, রংপুর বিভাগে তিনজন এবং ময়মনসিংহ বিভাগে দুজনের মৃত্যু হয়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom