কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে শহিদ কাপুরের রহস্যময় জবাব

কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে শহিদ কাপুরের রহস্যময় জবাব

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: বলিউড তারকা কারিনা কাপুর ও শহিদ কাপুরের প্রেম কাহিনি এখন কিছুটা আড়ালে পড়ে গেছে ৷ দুজনেই নিজের জীবন নিয়ে নিজের মতো করে এগিয়ে গেছেন ৷ কিন্তু বলিউড এমন একটা জায়গা, যেখানে পুরনো প্রেমের গল্প মাঝে-মধ্যে নতুন করে আলোচনায় চলে আসে।

যেমন আলোচনায় এসেছে কারিনা-শহিদের প্রেমের ঘটনা। তাদের ব্রেক-আপের বেশ কয়েকবছর পরে মুম্বাইয়ে এক অনুষ্ঠানে হঠাৎই সাংবাদিকরা শাহিদকে জিজ্ঞেস করেন, কারিনার সঙ্গে তার ব্রেকআপ হওয়ার কারণ ৷

এতদিন বাদে সাংবাদিকদের মুখে এরকম প্রশ্ন শুনে কিছুটা হতবাক হয়েছিলেন শাহিদ ৷ তবে নিজেকে একটু সামলে নিয়ে, শাহিদ স্পষ্টই জানালেন, কারিনার সঙ্গে তার সম্পর্কের কথা ৷ তবে তার এ জবাব অনেকটা রহস্যময়।

শাহিদের ভাষ্য, ‘এটা আমার খুবই ব্যক্তিগত ব্যাপার, এই নিয়ে কথা বলার সময় নেই ৷ কারণ এই ঘটনার বহু বছর হয়েছে ৷ তবে এইটুকুই বলতে চাই ৷ কিছু কিছু রহস্য, সারাজীবন রহস্য থাকাই ভালো ৷ তাহলে দুনিয়ার সব কিছু ঠিক থাকে!’

২০১২ সালে সাইফ আলি খানের সঙ্গে বিয়ে হয় কারিনার। অন্যদিকে ২০১৫ সালে শহিদ বিয়ে করেন মীরা রাজপুতকে।