ক্রিকেটে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে পাকিস্তান

শনিবার রাতে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের নতুন তালিকা প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

ক্রিকেটে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে পাকিস্তান

প্রথম নিউজ, খেলা ডেস্ক: ঘরের মাঠে ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের ওপর আধিপত্য দেখাচ্ছে পাকিস্তান। টানা তিন জয়ে সিরিজ নিশ্চিত করা বাবর আজমের দল সবশেষ ম্যাচে কিউইদের হারায় ১০২ রানে। বিশাল এই জয়ে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে যাওয়া পাকিস্তান প্রথমবারের মতো উঠে এসেছে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। শনিবার রাতে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের নতুন তালিকা প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ২৯ ম্যাচে ৩ হাজার ২৯১ পয়েন্ট এবং ১১৩.৪৮৩ রেটিং নিয়ে শীর্ষে পাকিস্তান। ২০০৫ সালে আইসিসি আনুষ্ঠানিকভাবে র‌্যাঙ্কিং প্রথা চালু করার পর এবারই প্রথম শীর্ষস্থান পেলো পাকিস্তান। 

সিরিজ শুরুর আগে ১০৬ রেটিং নিয়ে র‌্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে ছিল ‘গ্রিন ক্যাপ’রা। করাচিতে অনুষ্ঠিত ৩য় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ২৬ রানে হারায় পাকিস্তান। সেই ম্যাচের পর র‌্যাঙ্কিংয়ের তিনে উঠে আসে বাবর আজমের নেতৃত্বাধীন দলটি। তখন প্রথম ও দ্বিতীয় স্থানে ছিল যথাক্রমে অস্ট্রেলিয়া এবং ভারত। এখন দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার রেটিং ১১৩.২৮৬। তিনে থাকা ভারতের রেটিং ১১২.৬৩৮।