কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী গ্রেপ্তার

কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী গ্রেপ্তার

প্রথম নিউজ, কুমিল্লা: কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী (আবুকে) (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রবিবার সকালে বিষয়টি জানাজানি হয়।

জানা গেছে, বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ২৫ জুলাই কুমিল্লা থেকে শত শত নেতা-কর্মী নিয়ে উৎবাতুল বারী ঢাকায় যান। এরপর তিনি   নয়াপল্টনে কর্মসূচিতে যোগ দেন। রাতে গুলশান-২-এ হোটেল ওয়েস্টিন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তারকরে পুলিশ। রবিবার তাঁর গ্রেপ্তারের বিষয়টি জানাজানি হয়। তাঁকে গুলশান থানায় একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। শনিবার বিকেলে তাঁকে ঢাকার একটি আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে তাঁকে কেরানীগঞ্জে পাঠানো হয়।

এদিকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ও সদস্য সচিব জসিম উদ্দিন মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তাঁর মুক্তি দাবি করেন।