কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মো. মিজান (২২) নামে রেস্টুরেন্টের এক কর্মচারীর মৃত্যু হয়েছে।
সোমবার (৭ আগস্ট) সকাল দশটার দিকে কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
মিজানের সহকর্মী আরিফ বলেন, আমরা ডার্লিং পয়েন্ট রেস্টুরেন্টের কর্মচারী। আমাদের হোটেল এক জায়গায় কিন্তু রান্না হয় আরেক জায়গায়। যেখানে রান্না হয় সেখানে একটি তারের লাইন খুলে যায়। সুইচ বন্ধ করে এসে তারটি ধরলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে মিজান। পরে তাকে আমরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসি। এরপর বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসক মিজানকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি কামরাঙ্গীরচর থানাকে জানিয়েছি।