প্রথম নিউজ, অনলাইন: কোটা আন্দোলনকারীদের নতুন কর্মসূচি 'কমপ্লিট শাটডাউনে' পূর্ণ সমর্থন ও একাত্মতা প্রকাশ করেছে যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক জাতীয়তাবাদী সমমনা জোট। বুধবার (১৭ জুলাই) রাতে এক বিবৃতিতে জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ এই সমর্থন জানান।
এর আগে বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে এক বিবৃতিতে নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ ফেসবুকে দেওয়া বিবৃতিতে বলেন, ‘'শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পুলিশ, বিজিবি, র্যাব, সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আগামীকাল ১৮ জুলাই সারাদেশে 'কমপ্লিট শাটডাউন' ঘোষণা করছি।’'
বিবৃতিতে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ কোটা আন্দোলনকারীদের দেশব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।
তিনি বলেন, সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের চলমান ন্যায়সংগত ও যৌক্তিক আন্দোলনকে ক্ষমতাসীনরা অন্যায়ভাবে বল প্রয়োগের মাধ্যমে দমনের চেষ্টা চালাচ্ছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।