কাপাসিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সোহেলের স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

যুবদল নেতা মীর মাহমুদুল হাসান মাসুমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ও উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন শিশির।

কাপাসিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সোহেলের স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

প্রথম নিউজ, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য সচিব মরহুম মাহমুদুল হাসান সারোয়ার সোহেলের চতুর্থ মৃত্যুবার্ষীকী উপলক্ষে স্মরণ সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সাবেক ছাত্রনেতৃবৃন্দ ও আদালতপাড়া বাসীর উদ্যোগে শুক্রবার ক্রিকেট মাঠে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মরহুমের বাল্যবন্ধু উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন। যুবদল নেতা মীর মাহমুদুল হাসান মাসুমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ও উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন শিশির। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আমিনুর রহমান, সাবেক ছাত্রদল নেতা আকরাম হোসেন রিপন, সাবেক সভাপতি জাকারিয়া হোসেন পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক আ ন ম জেকি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদ শেখ, বিএনপি নেতা নুর উদ্দিন প্রমূখ। এছাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং মাদরাসার ছাত্ররা উপস্থিত ছিলেন। 

বক্তারা মরহুম মাহমুদুল হাসান সারোয়ার সোহেলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কর্মময় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তাঁর ন্যয়-নিষ্ঠ, সততা, দায়িত্ব ও গতিশীল নেতৃত্বে গড়েউঠা ছাত্রদল আজ এ পর্যায়। তাঁর রেখে যাওয়া নেতৃত্ব আগামী দিনে সুফল বয়ে আনবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।