কাপাসিয়ায় রোটারী ক্লাব অব উত্তরার উদ্যোগে মাদরাসায় দোয়া ও ইফতার মাহফিল

কাপাসিয়ায় রোটারী ক্লাব অব উত্তরার উদ্যোগে মাদরাসায় দোয়া ও ইফতার মাহফিল

প্রথম নিউজ, কাপাসিয়া (গাজীপুর): গাজীপুরের কাপাসিয়ার প্রত্যন্ত অঞ্চলে রোটারী ক্লাব অব উত্তরার উদ্যোগে ১২ এপ্রিল, বুধবার লোহাদী কোরআন শিক্ষা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোটারী ক্লাব অব উত্তরার প্রাক্তন সদস্য ও আরসিসি জলপাইতলার সদস্য মোহাম্মদ মামুন সিরাজুল আলমের সার্বিক তত্ত্বাবধানে লোহাদী গ্রামের ওই মাদরাসায় ইফতার মাহফিলে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য মাহবুবুর রহমান শাহীন, মোঃ মজিবুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া পরিচালনা করেন মাদরাসার মুহতামিম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম।