কেন্দ্রীয় কারাগারে যুদ্ধাপরাধ মামলার আসামির মৃত্যু

আজ শনিবার সকাল সোয়া দশটার দিকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

কেন্দ্রীয় কারাগারে যুদ্ধাপরাধ মামলার আসামির মৃত্যু

প্রথম নিউজ, ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ইদ্রিস আলী মোল্লার (৬২) মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকাল সোয়া দশটার দিকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ইদ্রিস আলী মোল্লাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা কারারক্ষী আহসান হাবিব বলেন, ইদ্রিস আলী মোল্লা মানবতাবিরোধী অপরাধে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। সকালে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, কতদিন ধরে তিনি হাজতি হিসেবে ছিলেন সে বিষয়ে কিছু বলতে পারছি না। শুধু জানি তিনি যুদ্ধাপরাধ মামলার আসামি ছিলেন। তার মামলা এখনো চলমান, এখনো সাজা হয়নি। এ বিষয়ে জানতে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারে যুদ্ধাপরাধ মামলার আসামি ইদ্রিস আলী মোল্লা অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেলে নিয়ে আসে কারারক্ষীরা। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।

তিনি আরো বলেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom