বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক, পুলিশ সদস্যের বিরুদ্ধে তরুণীর মামলা
না গেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে পুলিশ সদস্য ওই তরুণীকে ফেনীর মহিপাল শহরে একটি হোটেলে নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন।
প্রথম নিউজ, ফেনী: ফেনীতে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (২৪ মে) ফেনী মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগী তরুণী। খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত পুলিশ সদস্য বর্তমানে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে কর্মরত আছেন। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার জামতলা চৌধুরী বাড়ির জামাল উদ্দিনের ছেলে।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে পুলিশ সদস্য ওই তরুণীকে ফেনীর মহিপাল শহরে একটি হোটেলে নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। সম্প্রতি ওই তরুণী বিয়ের জন্য চাপ দিলে সে অস্বীকৃতি জানায়। এতে নিরুপায় হয়ে তরুণী মামলা করতে বাধ্য হয়েছেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ সদস্যের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। ঘটনার সত্যতা পেলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews