সাভারে পোশাক শ্রমিককে দল বেঁধে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
রাত ১২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. হুমায়ন কবির।

প্রথম নিউজ, সাভার: সাভারে বাসা থেকে ডেকে নিয়ে পোশাক শ্রমিককে দল বেঁধে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মে) রাতে সাভারের কলমা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাত ১২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. হুমায়ন কবির।
তিনি বলেন, সাভারের কলমা এলাকায় ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন ভুক্তভোগী নারী। পূর্ব পরিচিত এক যুবক সোমবার সন্ধ্যায় তাকে বাসা থেকে ডেকে নিয়ে তার বন্ধুর বাসায় যান। সেখানেই কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী নারী সাভার মডেল থানায় অভিযোগ মামলা করেন। এ ঘটনায় কলমা ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, তদন্তের স্বার্থে গ্রেপ্তারকৃত যুবকের নাম-পরিচয় গোপন রেখেছে পুলিশ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews