কথার লড়াইয়ে রমিজ-শেঠি

 কথার লড়াইয়ে রমিজ-শেঠি
 কথার লড়াইয়ে রমিজ-শেঠি-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : কয়েক দিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের পদ থেকে সরতে হয়েছে রমিজ রাজাকে। তার জায়গায় নতুন করে দায়িত্বে এসেছেন নাজাম শেঠি। এই বিষয়টিকে সম্পূর্ণ রাজনৈতিক বলে দাবি করছেন রমিজ। অবশ্য পিসিবির নতুন চেয়ারম্যান শেঠি জানিয়েছেন, রমিজ চাইলে আবারো সে ধারাভাষ্য দিতে পারবেন। রমিজ নিজের ইউটিউব চ্যানেলে নতুন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠিকে নিয়ে মুখ খুলেছেন। জানিয়েছেন, একজনকে চেয়ারম্যান করতে সব সংবিধানই পরিবর্তন করা হয়েছে। এমনকি এই বিষয়টিকেও দুঃখজনক বলছেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার।

এ নিয়ে রমিজ বলেন, ‘শুধু মাত্র একজনকে চেয়ারম্যান করার জন্য পিসিবির সংবিধানই বদলে দেওয়া হয়েছে। শেঠির নিয়োগ নিশ্চিত করতেই এটা করা হয়েছে। এমন জিনিস সারা বিশ্বের কোথাও দেখিনি। পুরো বিষয়টাই করা হল মাঝের সময়ে যখন বিদেশি দলগুলো পাকিস্তান সফর করছে। ছেলেরা যখন টেস্ট খেলছে, তখনই বদলে দেওয়া হল প্রধান নির্বাচককে। সেটাও রাত ২টার সময়। গোটা ব্যাপারটাই দুঃখজনক।’ 

রমিজ আরও বলেন, ‘বিষয়টা এমনভাবে সাজানো হয়েছে যেন বিশেষ কেউ এসেছেন। যিনি ক্রিকেটকে নতুন উচ্চতায় পৌঁছে দেবেন। অথচ আমরা জানি এর আগে তিনি কী করেছেন। যে কোনও মূল্যে প্রচারে থাকতে চান তিনি। অথচ ক্রিকেটের সঙ্গে তার কোনও সম্পর্কই নেই। জীবনে ব্যাটও ধরেননি। এমনকি মাঝপথে কোচ বদলের কথাও ভাবছেন তিনি। মিকি আর্থারকে আনার কথা বলা হচ্ছে। সাকলাইন মুস্তাক কিংবদন্তি ক্রিকেটার। প্রায় ৫০টি টেস্ট খেলেছে। এমন এক জন ক্রিকেটারের সঙ্গে এই আচরণ মেনে নেওয়া যায় না।’ 

রামিজের এমন বক্তব্যের পরও পিসিবি চেয়ারম্যান  নাজাম শেঠি তার প্রতি শ্রদ্ধাশীল বলে দাবি করেছেন। জানিয়েছেন, ‘রমিজ ধারাভাষ্য দিতে চাইলে আমরা বাঁধা দেব না। ওকে আমি শ্রদ্ধা করি। বুঝতে পারছি রমিজ ঠিক কেমন চাপের মধ্যে ছিলেন। রমিজ এখন মুক্ত ব্যক্তি। তাকে সম্প্রচারকারীরা ধারাভাষ্যের জন্য নির্বাচিত করলে আমি আপত্তি করব না। কোনও পরিস্থিতিতেই আমরা রমিজের সামনে বাঁধা সৃষ্টি করব না।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom