কাতার চ্যারিটির সোলার চালিত পাম্পে বিশুদ্ধ পানি পাচ্ছে উপকূলবাসী
স্যালো টিউবউলের লবনাক্ত পানিই দীর্ঘদিন ধরে পান করে আসছে এই অঞ্চলের বাসিন্দারা। এর ফলে পানিবাহিত নানা রোগে ভুগতে হচ্ছে তাদের।
প্রথম নিউজ, পিরোজপুর: বাংলাদেশের উপকূলীয় জেলা পিরোজপুরে সুপেয় পানির প্রচন্ড অভাব রয়েছে। স্যালো টিউবউলের লবনাক্ত পানিই দীর্ঘদিন ধরে পান করে আসছে এই অঞ্চলের বাসিন্দারা। এর ফলে পানিবাহিত নানা রোগে ভুগতে হচ্ছে তাদের। উপকূলীয় প্রতিটি জেলায়ই সুপেয় খাবার পানির এমন সংকট রয়েছে।
আন্তর্জাতিক দাতা সংস্থা কাতার চ্যারিটি এই সংকট সমাধানে দীর্ঘদিন ধরেই নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। গভীর নলকূপ বসিয়ে কিংবা গভীর পানির পাম্প বসিয়ে এসব অঞ্চলে সরবরাহ করা হচ্ছে খাবার পানি । সম্প্রতি পিরোজপুর সদর জেলার কদমতলা ইউনিয়নে বেশ কয়েকটি সোলার চালিত ওয়াটার পাম্প স্থাপন করেছে কাতার চ্যারিটি। ‘আর ও’ প্রযুক্তির মাধ্যমে পানি শোধন করে স্থানীয়দের দেয়া হচ্ছে সুপেয় খাবার পানি। এতে উপকার পাচ্ছে প্রায় ৬ হাজার মানুষ ।
স্থানীয় ব্যবসায়ী নিজাম উদ্দিন বলেন, বিনামূল্যে গ্রামের সবার জন্য সুপেয় পানির ব্যবস্থা করায় আমরা কাতার চ্যারিটির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি, পর্যায়ক্রমে সবাই এই সুবিধা পাবে। স্কুল শিক্ষকা মাজেদা বেগম বলেন, কাতার চ্যারিটির ওয়াটার পাম্পের কারণে এলাকার নারীদের কষ্ট লাগব হয়েছে, তারা এতোদিন অনেক দূরে গিয়ে খাবার পনি সংগ্রহ করতো।
উপকূলীয় জেলাগুলোতে ২০১৯ সাল থেকে সোলারচালিত গভীর নলকূপ স্থাপনের কাজ শুরু করে কাতার চ্যারিটি। এ পর্যন্ত ১৫০টিরও বেশি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে, আর এতে উপকৃত হয়েছে ২২৫,০০০ স্থানীয় বাসিন্দা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews