‘কোটি টাকা আত্মসাতের’ অভিযোগে মিরপুরে রাস্তা আটকে বিক্ষোভ
প্রথম নিউজ, ঢাকা : অভিযোগ উঠেছে, বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান কর্ণফুলি মাল্টিপারপাস সোসাইটির কোটি কোটি টাকা আত্মসাৎ করে নিয়ে পালিয়েছেন এর মালিক। তাই রাস্তায় নেমে বিক্ষোভ করেন গার্মেন্টস শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ। মঙ্গলবার ( ১৮ জুলাই) সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর মিরপুর ১১ নম্বর রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মিরপুর ১১ নম্বরে সড়ক বন্ধ কিছু লোকজন বিক্ষোভ করছে। আমরা এখন ঘটনাস্থলে রয়েছি। কিসের দাবিতে দাঁড়িয়েছে তা জানতে আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি।
রাস্তা অবরোধকারী লোকজনের দাবি, টাকা না দিয়ে অফিস তালা দিয়ে চলে গেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। বিনিয়োগ করা অর্থ ফেরত না পেয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। নিজেদের অর্থ ফেরত চান বিক্ষোভকারীরা।