কক্সবাজারে ডাম্প ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে পেকুয়া সদরের হাজীপাড়া গ্যারেজ এলাকায় এবিসি আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

কক্সবাজারে ডাম্প ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

প্রথম নিউজ, কক্সবাজার: কক্সবাজারের পেকুয়ায় অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে পেকুয়া সদরের হাজীপাড়া গ্যারেজ এলাকায় এবিসি আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাতে পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত ) দুর্জয় বিশ্বাস বলেন, ‘অটোরিকশাটি পেকুয়া উপজেলা সদরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ডাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত একজনকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।