কক্সবাজারে অপহৃত কিশোরী চট্টগ্রামে উদ্ধার, গ্রেফতার ২

কক্সবাজারে অপহৃত কিশোরী চট্টগ্রামে উদ্ধার, গ্রেফতার ২

প্রথম নিউজ, কক্সবাজার : কক্সবাজারে অপহৃত এক কিশোরীকে ১২দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে সাওয়াল করিম (২২) নামে এক যুবক ও তার বাবা বশির আহমেদকে গ্রেফতার করা হয়। সোমবার মহানগরীর বায়েজিদ থানার বাংলাবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বাড়ি কক্সবাজারের চকরিয়া থানার পশ্চিমপাড়া গ্রামে।

মঙ্গলবার (১৩ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৭। সাওয়াল করিম এর আগে ২০১৮ সালেও আরও দুই কিশোরীকে অসৎ উদ্দেশ্যে অপহরণ করেছিল বলে জানিয়েছে র‌্যাব।র‌্যাব-৭ জানায়, অপহৃত কিশোরীকে সাওয়াল করিম স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি ভিকটিম তার বাবা-মাকে জানায়। এরপর ভিকটিমের বাবা বিষয়টি সাওয়ালের বাবা-মাকে অবগত করলে উল্টো ক্ষিপ্ত হন তারা। গত ১ জুন কিশোরী তার খালার বাড়িতে বেড়াতে যাওয়ার পথে পূর্বপরিকল্পনা অনুযায়ী কয়েকজন সহযোগীকে নিয়ে সাওয়াল ভিকটিমকে অপহরণ করেন। এরপর মাইক্রোবাসে করে অজ্ঞাত স্থানে নিয়ে যান। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে চকরিয়া থানায় মামলা দায়ের করেন। ওই মামলার পর গোয়েন্দা নজরদারির মাধ্যমে অপহরণকারীর অবস্থান শনাক্ত করা হয়। সেই অনুযায়ী সোমবার অভিযান চালিয়ে নগরীর বায়েজিদ থানার বাংলাবাজার এলাকা থেকে সাওয়াল করিম ও তার বাবা বশির আহমেদকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব জানায়, সাওয়ালের বিরুদ্ধে চকরিয়া থানায় অপহরণের মোট তিনটি মামলা রয়েছে। ২০১৮ সালের শুরুর দিকে ১৩ বছর বয়সী এক কিশোরী এবং ওই বছরের সেপ্টেম্বর মাসে আরেক কিশোরীকে অপহরণ করেছিল। গ্রেফতারদের সোমবার চকরিয়া থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।