এশিয়া কাপে ব্যাটে-বলে সেরা ৫

দারুণ উপভোগ্য আর রুদ্ধশ্বাস কিছু ম্যাচে সাজানো ছিল এবারের এশিয়া কাপ

 এশিয়া কাপে ব্যাটে-বলে সেরা ৫
 এশিয়া কাপে ব্যাটে-বলে সেরা ৫-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : দারুণ উপভোগ্য আর রুদ্ধশ্বাস কিছু ম্যাচে সাজানো ছিল এবারের এশিয়া কাপ। ফাইনাল খেলে পাকিস্তান আর শ্রীলঙ্কা। দুবাইয়ে রোববার সেই ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে ষষ্ঠবারের মতো এশিয়ার সেরা হয়েছে শ্রীলঙ্কা।

স্বভাবতই ফাইনাল খেলা এই দুই দলের ক্রিকেটারদেরই সেরা পাঁচে জয়জয়কার। ব্যাটিংয়ে সেরা পাঁচজনের মধ্যে দুইজনই লঙ্কান, বোলিংয়ে পাকিস্তানের আছেন তিনজন।

এবারের এশিয়া কাপে সবচেয়ে বেশি রান এসেছে পাকিস্তানের উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে। ৬ ম্যাচে ৩টি ফিফটিসহ ২৮১ রান করেছেন তিনি। সর্বোচ্চ ইনিংসটি অপরাজিত ৭৮ রানের।

দুইয়ে আছেন সুপার ফোর থেকে বাদ পড়া ভারতের ব্যাটার বিরাট কোহলি। ৫ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ২ ফিফটিতে ২৭৬ রান করেছেন তিনি। সর্বোচ্চ অপরাজিত ১২২।

৫ ম্যাচে এক ফিফটিতে ১৯৬ রান করে তিন নম্বরে আফগানিস্তানের ব্যাটার ইব্রাহিম জাদরান। শ্রীলঙ্কার ভানুকা রাজাপাকসে ৬ ম্যাচে এক ফিফটিতে ১৯১ রান করে চতুর্থ অবস্থানে। পঞ্চম স্থানে আছেন আরেক লঙ্কান ব্যাটার পাথুম নিশাঙ্কা। ৬ ম্যাচে ২ ফিফটির সাহায্যে ১৭৩ রান করেছেন তিনি।

এদিকে ফাইনাল খেলতে না পারলেও বোলিংয়ে শীর্ষে থেকে শেষ করেছেন ভারতের পেসার ভুবনেশ্বর কুমার। ৫ ম্যাচে ৬.০৬ ইকোনমিতে ১১ উইকেট নিয়েছেন তিনি। ৬ ম্যাচে ৭.৩৯ ইকোনমিতে ৯ উইকেট নিয়ে দুই নম্বরে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

তিন থেকে পাঁচ-পরের তিনটি অবস্থানই দখলে পাকিস্তানের বোলারদের। মোহাম্মদ নওয়াজ ৬ ম্যাচে ৫.৮৯ ইকোনমি, শাদাব খান ৫ ম্যাচে ৬.০৫ ইকোনমি এবং হারিস রউফ ৬ ম্যাচে ৭.৬৫ ইকোনমিতে নিয়েছেন ৮টি করে উইকেট।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom