এমপিওভুক্তির দাবিতে অনার্স মাস্টার্স শিক্ষকদের ক্লাস বর্জন
এমপিওভুক্তির দাবিতে সারা দেশের ৩১৫টি বেসরকারি ডিগ্রি কলেজে ক্লাস বর্জন ও অবস্থান ধর্মঘট পালন করছেন অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকরা
প্রথম নিউজ, ডেস্ক : এমপিওভুক্তির দাবিতে সারা দেশের ৩১৫টি বেসরকারি ডিগ্রি কলেজে ক্লাস বর্জন ও অবস্থান ধর্মঘট পালন করছেন অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকরা। বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন, কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে গতকাল শিক্ষকরা ক্লাসে যাননি। সেইসঙ্গে আজও পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করবেন শিক্ষকরা।
এমপিওভুক্তির দাবিতে একাধিক সংগঠনের সমন্বয়ে গঠিত ফেডারেশনের সভাপতি হারুন অর রশিদ বলেন, আমাদের এমপিওভুক্তির দাবিটি দীর্ঘদিনের। এমপিও ছাড়া আমাদের বেঁচে থাকার আর কোনো উপায় নেই। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত কয়েক বছরে তিনবার শতভাগ বেতন প্রদানের নির্দেশ দিলেও শিক্ষকরা বেতনবিহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। যৌক্তিক কারণে সরকার তথা রাষ্ট্রকে আমাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মোস্তাফা কামাল বলেন, আমরা এমপিওভুক্তির দাবিতে সারা দেশে ক্লাস বর্জন ও অবস্থান ধর্মঘট পালন করছি। আমি আশা করছি শিগগিরই সরকার আমাদের যৌক্তিক দাবিটি মেনে নিবে।
সংগঠন থেকে জানানো হয়, দাবি আদায় না হলে আগামী ৩০শে নভেম্বর থেকে এমপিওভুক্তির দাবি আদায়ের সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান কর্মসূচি পালন করা হবে্।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: