এবার দেশব্যাপী পদযাত্রা করবে বিএনপির চার অঙ্গ সংগঠন

এবার দেশব্যাপী পদযাত্রা করবে বিএনপির চার অঙ্গ সংগঠন

প্রথম নিউজ, ঢাকা : বিএনপির চার অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এবার দেশব্যাপী পদযাত্রা কর্মসূচির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, দলের পক্ষ থেকে দেশ বাঁচাতে মেহনতী মানুষের পদযাত্রা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই পদযাত্রা কর্মসূচি সফল করবে জাতীয়তাবাদী কৃষকদল, শ্রমিক দল, তাঁতী দল ও মৎস্যজীবী দল।

তিনি বলেন, দেশব্যাপী কয়েকটি অঞ্চলে ছয়টি শহরে এই পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। ইতো মধ্যে এই কর্মসূচি বাস্তবায়নের সমন্বয়ক বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন চার সংগঠনের নেতাদের নিয়ে প্রস্তুতিমূলক বৈঠক করেছেন।

পদযাত্রা কর্মসূচি:

নোয়াখালী: ১৫ জুলাই

দিনাজপুর:১৯ জুলাই

রাজশাহী:২৮ জুলাই

যশোর:৫ আগষ্ট

হবিগঞ্জ: ১২ আগষ্ট

বরিশাল: ১৯ আগষ্ট

‘বারবার আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে বলেই দেশের সেবা করতে পেরেছি।’ সম্প্রতি জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে যে বক্তব্য দিয়েছেন তার জবাবে রিজভী বলেন,‘প্রধানমন্ত্রীর এহেন বক্তব্য হাইক্লাশ মিথ্যাচারের বহিঃপ্রকাশ, যা শুনে মানুষের হাসি-কান্না দুটোই পেতে পারে। নিশি রাতের ভোটের খেতাব পাওয়া প্রধানমন্ত্রী ভোটাধিকার হরণ করে সুষ্ঠু নির্বাচনকে লাশ বানিয়ে সেই লাশের চামড়া দিয়ে ডুগডুগি বাজিয়ে র্যাব—পুলিশের ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি কি না বলেন বারবার তাদের নির্বাচিত করা হয়। সত্যি প্রধানমন্ত্রীর রসিকতার জুড়ি মেলা ভার।’

বিএনপি পুলিশ প্রশাসনের তালিকা তৈরি করে বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে গণমাধ্যমে এমন খবরের বিরোধিতা করে রিজভী বলেন, এজন্য আমাদের তথ্য সংগ্রহ কমিটি গঠন করা হয়েছে। তারা এ সমস্ত তথ্য সংগ্রহ করছেন। মূলত যারা আমাদের কর্মসূচিতে বাধা দিচ্ছেন। অতি উৎসাহী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, এদের তালিকা হচ্ছে। এটা সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিচ্ছি।