এবি ব্যাংকের ৪ জনকে দুর্নীতি মামলায় আসামি করে মামলা করতে দুদককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট
প্রথম নিউজ, ঢাকা: এবি ব্যাংক নোয়াখালী শাখার সাবেক ম্যানেজার নাসিরউদ্দিনসহ ৪ জনকে দুর্নীতি মামলায় আসামি করে মামলা করতে দুদককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তদন্ত কর্মকর্তা মশিউর রহমানকে ভবিষ্যতে সতর্ক করে এ মামলা থেকে সরিয়ে দেয়া হয়েছে। বুধবার বিচারপতি মো নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি একেএম জহিরুল হকের দ্বৈত বেঞ্চ আদালত এই আদেশ দেন। এর আগে দুদকের সহকারী পরিচালক, সমন্বতি জেলা কার্যালয়, নোয়াখালী, মো. মশিউর রহমানকে গত ৭ নভেম্বর সকাল ১০.৩০ মিনিটে হাইকোর্টে তলব এবং এরপূর্বেও হাইকোর্ট ডাকার পরেও হাজির না হাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন হাইকোর্ট।
দুদকের পক্ষে ছিলেন মো. খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি। রিভিশন আবেদনকারী পক্ষে ছিলেন আইনজীবী একেএম নুরুল আলম। ব্যাংক কর্মকর্তাদের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব শফিক। পরে আমিন উদ্দিন মানিক জানান, মো. মশিউর রহমান দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে আরব বাংলাদেশ ব্যাংক চৌমুহনী শাখায় এক গ্রাহক মো. আবদুল মমিনের ৩ কোটি ১৮ লাখ ২০ হাজার ৪০০ টাকা একাউন্ট থেকে লোনের জন্য জমা দেওয়া টাকা বেআইনি ভাবে স্থানান্তর করে আত্মসাতের প্রমাণ পাওয়ার পরও, ব্যাংকের কর্মকর্তা ওই শাখার ম্যানেজার নাসির উদ্দিন আহমেদ, ম্যানেজার তপন কান্তী পোদ্দার, সাবেক এসপিও মো. নাজিম উদ্দিন, সাবেক এসপিও মো. হানিফের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে বিভাগীয় ব্যবস্থা নিতে বলেন। এই বিষয়ে গ্রাহক আবদুল মমিন বিশেষ জজ আদালত, নোয়াখালীতে মামলা করতে গেলেও অনুসন্ধানকারী কর্মকর্তা লিখিত আপত্তি দাখিল করেন। এই কারণে গ্রাহক হাইকোর্টে রিভিশন আবেদন করেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: