এক মাস পর করোনায় ১জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ১৬ জন। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ১২৮ জন
প্রথম নিউজ, ঢাকা : এক মাস পর ফের করোনায় একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ১৬ জন। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ১২৮ জন। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৫৩ হাজার ২০৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনার শনাক্তের হার শূন্য দশমিক ৪১ শতাংশ। আগের দিন এই হার ছিল শূন্য দশমিক৭৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৭২জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৭৪৭ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, দেশে ৮৭৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯২০টি নমুনা সংগ্রহ এবং ৩ হাজার ৯২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৪০ লাখ ৭৮ হাজার ৯৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৪১ শতাংশ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি পুরুষ। তিনি ঢাকা বিভাগের। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৫৯৫ জন এবং নারী ১০ হাজার ৫৩৩ জন।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৯ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ৯ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন, চট্টগ্রাম বিভাগে শূন্য, রাজশাহী বিভাগে শূন্য, , রংপুর বিভাগে শূন্য, খুলনা বিভাগে শূন্য, বরিশাল বিভাগে শূন্য এবং সিলেট বিভাগে ৬ জন রোগী শনাক্ত হয়েছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews