এক ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না,সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ
প্রথম নিউজ, অনলাইন : এক ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, সংবিধান সংস্কারে এমন সুপারিশ থাকছে বলে গণমাধ্যমকে জানান কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ।
তিনি বলেন, এখনকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী একাধিক পদে (দলের প্রধান, সরকার প্রধান, সংসদের প্রধান) থাকায় তিনি তার ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারেন। আমরা মনে করছি, এগুলোর মধ্যে এক ধরনের সেপারেশন তৈরি করে দিতে হবে। যেন একই ব্যক্তির হাতে এতগুলো জায়গা না থাকে।
সংবিধান সংস্কার কমিশনের প্রধান বলেন, প্রধানমন্ত্রী উপর্যুপরি ক্ষমতায় থাকলে সংকটটা বাড়ে। কারণ, দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকলে প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়ার প্রবণতা তৈরি হয়, যেটা শেখ হাসিনার ক্ষেত্রে সবচেয়ে ভয়াবহভাবে দেখতে পেয়েছি। ওই জায়গাগুলোতেও নজর দিয়েছি।
তিনি আরও বলেন, সামগ্রিকভাবে সাধারণ নাগরিকদের মধ্যে প্রত্যাশা, অংশীজনদের বক্তব্য হচ্ছে- দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রীর পদে একই ব্যক্তি যেন না থাকেন।
আমরা এটা একটা ঐকমত্যই দেখতে পেয়েছি যে, কেউ চাচ্ছেন না দুবারের বেশি একই ব্যক্তি প্রধানমন্ত্রী থাকুন। কারণ, তারা মনে করেন, এতে দলগুলোর মধ্যেও গণতন্ত্র চর্চার পথ তৈরি হবে। দু্ই মেয়াদের পরে প্রধানমন্ত্রী হওয়ার জন্য একজন নতুন নেতা তৈরিরও চেষ্টা থাকবে।
জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ গঠনে জনপ্রতিনিধিত্বশীল ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ক্ষমতায়নের উদ্দেশ্যে দেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করে "সংবিধান সংস্কার কমিশন" নামে একটি কমিশন গঠন করেছে অন্তর্বতী সরকার।
গত বছরের ৬ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞানী ও লেখক অধ্যাপক আলী রীয়াজকে প্রধান করে ৯ সদস্যবিশিষ্ট কমিশন গঠন করা হয়েছে। সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কমিশনকে সাচিবিক সহায়তা প্রদান করছে।