এক বছর পর ভাইবোনের সঙ্গে আরিয়ানের ছবি, জানেন না শাহরুখ

সময়টা ঠিক এক বছর সাত দিন৷ এই ১২ মাসে তার জীবনে বয়ে গেছে বড় ঝড়

এক বছর পর ভাইবোনের সঙ্গে আরিয়ানের ছবি, জানেন না শাহরুখ
এক বছর পর ভাইবোনের সঙ্গে আরিয়ানের ছবি, জানেন না শাহরুখ-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : সময়টা ঠিক এক বছর সাত দিন৷ এই ১২ মাসে তার জীবনে বয়ে গেছে বড় ঝড়। ধীরে ধীরে ছন্দে ফিরেছে জীবন। সেই প্রমাণই মিলল সোমবার রাতে শাহরুখপুত্র আরিয়ান খানের ছবিতে৷

একদিকে বোন সুহানা আর অন্যদিকে ভাই আব্রাম। দুই ভাইবোনের সঙ্গে একটি মিষ্টি ছবি শেয়ার করেছেন শাহরুখপুত্র। 

এ বছরই মাদককাণ্ডের জেরে ভয়াবহ পরিস্থিতিতে পড়তে হয় আরিয়ানকে। যার প্রভাব পড়েছিল পুরো পরিবারে৷ নিজেকে গুটিয়ে নিয়েছিলেন শাহরুখও৷

কালো মেঘের ছায়া কাটিয়ে সূর্য উঁকি দিয়েছে খান পরিবারে৷ সুহানাও ইতোমধ্যে সেরে ফেলেছেন তার প্রথম ছবির শুটিং। তিন ভাইবোনের ছবি দেখে প্রচুর ভালোবাসা দিয়েছেন কাছের মানুষরা।

ছেলেমেয়েদের ছবি দেখে বাবা শাহরুখের মন্তব্য, ‘আমার কাছে এই ছবিগুলো নেই কেন? আমাকে এখনই পাঠাও’। বাবাকে উত্তর দিতে ভোলেননি আরিয়ানও। তিনি লেখেন, ‘হ্যাঁ, পাঠাব। কিন্তু পরের বছর। যখন আবার আমরা ছবি তুলব’।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom