এক পৌরসভার কর বকেয়া দেড় কোটি টাকা
বকেয়া কর আদায়ে দফায় দফায় চিঠি দেওয়ার পরও কর পরিশোধ করেনি তিনটি সরকারি প্রতিষ্ঠান। কর পরিশোধে অনীহা থাকায় পৌরসভার স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত হচ্ছে।
প্রথম নিউজ, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার বিভিন্ন প্রতিষ্ঠানে পৌরকর বকেয়া রয়েছে দেড় কোটি টাকার বেশি। এর মধ্যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পৌরকর বাকি প্রায় এক কোটি টাকা। এ ছাড়া পৌরসভার বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও পৌরবাসী অনেকেই কর দিচ্ছে না।
বকেয়া কর আদায়ে দফায় দফায় চিঠি দেওয়ার পরও কর পরিশোধ করেনি তিনটি সরকারি প্রতিষ্ঠান। কর পরিশোধে অনীহা থাকায় পৌরসভার স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত হচ্ছে। পৌরসভা সূত্রে জানা গেছে, গোয়ালন্দ উপজেলা পরিষদের কাছে বকেয়া ৪৯ লাখ টাকা। এ ছাড়া গোয়ালন্দ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে ২৭ লাখ, গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের কাছে ১০ লাখ টাকা বকেয়া।
পৌরসভার হোল্ডিং সংখ্যা পাঁচ হাজার ১৪৮টি হলেও নিয়মিত কর দিচ্ছেন পাঁচ শতাধিক মালিক। তিন থেকে চার শতাধিক হোল্ডিং মালিক অনিয়মিত কর দেন। বকেয়া কর আদায়ে বিভিন্ন সময় পৌরসভার উদ্যোগে মাইকিং করলেও তেমন কাজে দিচ্ছে না।
৯টি ওয়ার্ড ও ৫টি মৌজা নিয়ে ২০০০ সালের ২৬ জুলাই প্রতিষ্ঠা হয় গোয়ালন্দ পৌরসভা। ৫ হাজার ১৪৮টি হোল্ডিংয়ে পৌরসভার বাসিন্দা ৩০ হাজারের বেশি। গোয়ালন্দ পৌরসভার সহকারী কর আদায়কারী মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘সরকারি তিন প্রতিষ্ঠানের কাছেই বকেয়া ৮৬ লাখ টাকা। এ টাকা আদায় হলে পৌরসভার উন্নয়নে ব্যয় করা যেত। এ ছাড়া কর আদায়ের জন্য আমাদের লোকবলও কম রয়েছে।’
পৌরসভার নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, ‘চলতি বছরে কর আদায়ের লক্ষ্যে মাইকিং করলেও তেমন কোনও সাড়া পাওয়া যায়নি। সরকারি তিনটি প্রতিষ্ঠান বেশ কয়েক বছর ধরে কর দিচ্ছে না। দফায় দফায় চিঠি দিলেও তারা কর পরিশোধ করেনি। এ ছাড়া পৌরসভায় যারা হোল্ডিং নম্বর নিয়েছেন তারাও পৌরকর নিয়মিত দিচ্ছে না। এ জন্য পৌরবাসীর সেবা নিশ্চিতে পৌরসভাকে অনেক অসুবিধায় পড়তে হচ্ছে।’