এই সরকার দেশে অচলাবস্থার সৃষ্টি করছে- ওয়ারেছ আলী মামুন
প্রথম নিউজ, জামালপুর: ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন বলেন, এই সরকার হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য দেশে অচলাবস্থার সৃষ্টি করছে। আমরা এই আন্দোলনের মধ্য দিয়ে অবৈধ আওয়ামী লীগ সরকারকে পদত্যাগে বাধ্য করব। আগামী দিনে সরকার পতনের যে ডাক আসবে আমরা আমাদের জীবন বাজি রেখে তা সফল করব। তিনি অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবী জানিয়ে অবরোধ সফল করতে সকলের প্রতি আহবান জানান।
আজ সোমবার ১৩ নভেম্বর সকালে জেলা বিএনপি আয়োজিত শহরের শেখ হাসিনা মেডিকেল কলেজের সামনে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেছেন।
মেডিকেল কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জামালপুর-দেওয়ানগঞ্জ বাইপাস সড়ক প্রদিক্ষণ করে মির্জা আজম চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় বিএনপি নেতা গাউছুল আজম শাহীন, শাহ আব্দুল্লাহ আল মাসুদ, আব্দুল হালিম, ছাত্রদল নেতা শামীম আহাম্মেদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা সেচ্ছাসেবক দলসহ জেলার বিভিন্ন উপজেলায় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে।