এ সরকার দেশ ও জাতীর জন্য মোটেই  নিরাপদ না -আহমেদ আজম খান

ফরিদপুরে বিএনপির পদযাত্রা 

এ সরকার দেশ ও জাতীর জন্য মোটেই  নিরাপদ না -আহমেদ আজম খান
ফরিদপুরে বিএনপির পদযাত্রা 

প্রথম নিউজ,  ফরিদপুর প্রতিনিধি: এ সরকারের  দূর্নীতি মিটাতে বার বার বিদ্যুৎ গ্যাস ও তেলের  মূল্য বাড়াছে। এ সরকার দেশ ও জাতীর জন্য মোটেই নিরাপদ নয়। তিনি  বলেন আজকের পদযাত্রা গনতন্ন্ত্র ও ভোটের অধিকার রক্ষার পদযাত্রা, আজ বিদ্যুৎ, গ্যাস এবং চাল, ডাল, তেল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি কারনে মানুষের চরম র্দুভোগ বেড়েছে। তিনি বলেন যতদিন পযর্ন্ত মানুষের  ভোটার অধিকার প্রতিষ্ঠা, মানবাধিকার  গনতন্ত্র ও প্রতিষ্ঠা না হবে ততদিন পযর্ন্ত আমাদের গনতান্তিক আন্দোলন চলবে।  ফরিদপুরে মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচির আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম একথা বলেন। 

দমন-পীড়নের প্রতিবাদে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি ও গনবিরোধী ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক  সরকারের অধীনে নির্বাচন সহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার (৪ মার্চ ) বেলা ১১টার দিকে শহরের হেলিপোড মার্কেট এর সামনে থেকে হতে এ পদযাত্রা শুরু হয়ে ফরিদপুর নতুন বাসষ্ট্যান্ড এর সামনে  পৌছে শেষ হয়। 

এ সময় মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম  কাইয়ুম জঙ্গীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিযা স্বপন,যুগ্ন আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, আতাউর রশীদ বাচ্চু, এ বি সিদ্দিকী  মিতুল,আজম খান প্রমুখ। সভা সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: