ঋণের তথ্য ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ হাইকোর্টের

ঋণের তথ্য ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ হাইকোর্টের
ঋণের তথ্য ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ হাইকোর্টের

প্রথম নিউজ, অনলাইন: ঋণ মঞ্জুরের সঙ্গে সঙ্গে ওই ঋণের অনুমোদনপত্র (স্যাংশন লেটার) সংশ্লিষ্ট ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ঋণ আদায়ের জন্য এক ব্যক্তির বিরুদ্ধে ব্র্যাক ব্যাংকের চেক ডিজঅনার মামলা বাতিল করে দেওয়া এক রায়ে গত ২৩ নভেম্বর বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ বলেন, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ আদায়ের জন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করতে পারবে না। আজ বৃহস্পতিবার প্রকাশিত ওই মামলার পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, 'ব্যাংকের টাকা যেহেতু জনগণের টাকা, সেহেতু জনগণের টাকা আর্থিক প্রতিষ্ঠান কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিচ্ছেন তা জনগণের জানার অধিকার আছে।

'সেহেতু প্রত্যেক ঋণ মঞ্জুরের সাথে সাথে উক্ত ঋণ মঞ্জুরের স্যাংশান লেটার জনগণকে অবগত করার জন্য সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দেওয়া হলো।' এ ছাড়া পূর্ণাঙ্গ রায়ে প্রতিটি ঋণের বিপরীতে ইন্সুরেন্স বাধ্যতামূলক করে আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি অবিলম্বে বাংলাদেশ ব্যাংকে নির্দেশনা জারির আদেশ দেওয়া হয়। রায়ে এও বলা হয় যে, আর্থিক প্রতিষ্ঠান খেলাপি ঋণ কীভাবে আদায় করবে, সে ব্যাপারেও অনুমোদনপত্রে বিস্তারিত বর্ণনা দিতে হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom