উপকূলের কাছাকাছি চলে এলো হ্যারিকেন লি
প্রথম নিউজ, ডেস্ক : আটলান্টিক মহাসাগরে এক সপ্তাহেরও বেশি সময় অবস্থান করার পর উপকূলের কাছাকাছি চলে এসেছে হ্যারিকেন লি। সাগরের উপর থাকার সময় ঝড়টি একটা সময় মহাশক্তিশালী ক্যাটাগরি-৫ ঝড়ে রূপ নিয়েছিল।
তবে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স শনিবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, হ্যারিকেন লি সাধারণ সামুদ্রিক ঝড় হিসেবে যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড এবং কানাডার আটলান্টিক অঞ্চলের উপকূলে আঘাত হানবে। তবে সাধারণ সামুদ্রিক ঝড় হিসেবে আঘাত হানলেও এটির প্রভাবে অতি বৃষ্টিপাত, শক্তিশালী ঝড়ো হাওয়া এবং জলোচ্ছ্বাস দেখা যাবে।
কানাডার হ্যারিকেন সেন্টার জানিয়েছে, শনিবার নোভা স্কোটিয়ায় স্থানীয় সময় দুপুর ৩টার পর ঝড়টি আঘাত হানতে পারে। অথবা পরবর্তীতে হ্যারিকেনের দুর্বলতা হারিয়ে নিউ ব্রুনসেউইকে ঝড়টি আছড়ে পড়তে পারে।
ঝড়টির সম্ভাব্য পথ হতে পারে ফুন্ডি উপসাগর। এই উপসাগরের মাধ্যমে বিভক্ত হয়েছে দুটি প্রদেশ। আর এই উপসাগরটিতে অনেক উঁচু জোয়ার-ভাটা দেখা যায়।
অপরদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় হ্যারিকেন সেন্টার মাসাচুয়েটস থেকে নোভা স্কোটিয়া পর্যন্ত সুদীর্ঘ উপকূলীয় এলাকাজুড়ে হ্যারিকেনের সতর্কতা জারি করেছে। সংস্থাটি সতর্কতায় বলেছে, এই ঝড়ের কারণে ৯০ লাখ মানুষ ঝুঁকির মধ্যে থাকবেন।
মার্কিন হ্যারিকেন সেন্টার আরও জানিয়েছে, হ্যারিকেন লি এর কারণে নিউ ইংল্যান্ডে ১ থেকে ৩ ফুট উঁচু জলোচ্ছ্বাস দেখা দিতে পারে। এছাড়া ঝড়টির কারণে ২ থেকে ৫ ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে।