উপ-নির্বাচনে জনগণ সরকারকে প্রত্যাখান করেছে: মঈন খান
আজ বৃহস্পতিবার (২০ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।
প্রথম নিউজ, ঢাকা: ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের মাধ্যমে জনগণ বর্তমান সরকারকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
আজ বৃহস্পতিবার (২০ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। জিয়া প্রজন্ম দল নামে একটি সংগঠনের কেন্দ্রীয় কমিটি এ আলোচনা সভার আয়োজন করে।
‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এক দফা দাবি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মঈন খান বলেন, দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি এসেছে। কিন্তু আমাদের দাবি মাত্র একটি। কারণ জাতি এমন এক ক্রান্তিলগ্নে রয়েছে যে বেশি কথা বলার সময় নেই। দেশের গণতন্ত্রকে পুনপ্রতিষ্ঠা করতে হবে, এটাই এখন মূল দাবি।
আওয়ামী লীগকে তিনি বলেন, মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে স্বৈরাচারী সরকার কখনও টিকে থাকতে পারবে না। বিএনপির এমন কোনো কর্মী নেই যে তাদের বিরুদ্ধে মামলা নেই। বিভিন্ন মামলায় ৪৫ লাখ কর্মীকে ভুয়া আসামি করা হয়েছে। এগুলো কি স্বাধীনতার স্বপক্ষের শক্তির কাজ? দেশের সুশাসনকে তারা নির্বাসনে পাঠিয়েছে।