বিএনপির শোক র‌্যালি শুরু

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। কাকরাইল, ফকিরাপুল মোড় ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে র‌্যালিটি শেষ হবে। 

বিএনপির শোক র‌্যালি শুরু

প্রথম নিউজ, ঢাকা: সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে লক্ষ্মীপুর জেলা বিএনপির পদযাত্রায় কৃষকদল নেতা সজিব হোসেনকে হত্যার অভিযোগে বিএনপির আহ্বানে শোক র‌্যালি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। কাকরাইল, ফকিরাপুল মোড় ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে র‌্যালিটি শেষ হবে। 

শোক র‌্যালিতে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকাতুল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ অংশগ্রহণ করছেন বিএনপি ও এর অংগ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।