উত্থানের মধ্য দিয়ে শেষ হয়েছে আজকের শেয়ারবাজারের লেনদেন
সূচকের উত্থানের মধ্য দিয়ে শেষ হয়েছে আজকের শেয়ারবাজারের লেনদেন
প্রথম নিউজ, ঢাকা: সূচকের উত্থানের মধ্য দিয়ে শেষ হয়েছে আজকের শেয়ারবাজারের লেনদেন। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে। এদিন ২৭ পয়েন্ট বেড়ে ডিএসইর ডিএসইএক্স সূচক অবস্থান করছে ৭ হাজার ৩৫৬ পয়েন্টে। এ ছাড়া ডিএসই-৩০ সূচক ৩১ পয়েন্ট বেড়ে এবং ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ২৭৪১ পয়েন্ট ও ১৫৯৩ পয়েন্টে।
এ ছাড়া দিনটিতে লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১০৯ কোম্পানির এবং কমেছে ২১৬ কোম্পানির। এ ছাড়া দাম অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও বেড়েছে সূচক। সিএএসপিআই সূচক ১৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১ হাজার ৫১০ পয়েন্টে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews
ডিএসই ও সিএসই সূত্রে জানা যায় এসব তথ্য।