উজ্জ্বল ত্বকের জন্য ডালিমের রস লাগান ১০ উপায়ে
প্রথম নিউজ, ডেস্ক : উপকারী ফল ডালিম অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ উপাদানে পরিপূর্ণ। নানা ধরনের রোগ থেকে দূরে থাকা সম্ভব সুমিষ্ট ফল ডালিম খেলে। রক্তশূন্যতায় ভুগলে চিকিৎসকরা ডালিম খাওয়ার পরামর্শ দেন। তবে জানেন কি ত্বকের নানা ধরনের সমস্যার সমাধানও লুকিয়ে আছে এতে? ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসার পাশাপাশি বলিরেখা কমাতে সাহায্য করে ডালিম। জেনে নিন ডালিমের কয়েকটি সহজ ফেস প্যাক কীভাবে বানাবেন।
টক দইয়ের সঙ্গে ডালিমের রস মিশিয়ে ত্বকে লাগান। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন কুসুম গরম পানি দিয়ে। ত্বক প্রাকৃতিকভাবে ময়েশ্চারাইজড হবে।
সমপরিমাণ ডালিমের রস ও মধু মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। ত্বক হবে কোমল ও উজ্জ্বল।
ওটমিল গুঁড়া করে ডালিমের রস মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। ত্বকে চক্রাকারে ঘষে ঘষে লাগান এটি। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ত্বকে জমে থাকা মরা চামড়া দূর হবে।
ডালিমের রসের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বকের কালচে দাগ দূর হবে।
তাজা অ্যালোভেরা জেলের সঙ্গে ডালিমের রস মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। ত্বকের জ্বালাভাব কমিয়ে শীতল করবে এই প্যাক।
ডালিমের বিচি ও শসা একসঙ্গে ব্লেন্ড করে পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট মুখ ও গলার ত্বকে লাগান। ২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক সতেজ হবে।
ডালিমের রসের সঙ্গে এক চিমটি হলুদ মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখলে ত্বক উজ্জ্বল হবে।
কয়েক ফোঁটা আমন্ড অয়েল মিশিয়ে নিন ডালিমের রসের সঙ্গে। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন ২০ মিনিট। ত্বক হবে নরম ও কোমল।
গ্রিন টি লিকারের সঙ্গে মিশিয়ে নিন ডালিমের রস। ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
ডালিমের রসের সঙ্গে শসার রস মিশিয়ে মিস্ট বানিয়ে নিন। টোনার হিসেবে ব্যবহার করুন ত্বকে। ত্বকের বাড়তি তেলতেলে ভাব দূর হবে।