উখিয়ায় শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা
শনিবার রাত ১২টার দিকে এ তথ্য জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী

প্রথম নিউজ, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে রশিদ আহমেদ ৩৬ নামে এক রোহিঙ্গা মাঝিকে (নেতা) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১২টার দিকে এ তথ্য জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। নিহত রশিদ পালংখালী ১৫নং জামতলী ক্যাম্পের এ/৫ ব্লকের মৃত আব্দুল হাকিমের ছেলে। তিনি ওই ব্লকের হেড মাঝি ছিলেন। ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, শনিবার সন্ধ্যা ৭টার দিকে পালংখালী ইউপিস্থ জামতলী এফডিএমএন ক্যাম্প-১৫, ব্লক-এ/৫ এ রশিদ আহমদের (ব্লক হেড মাঝি) দ্বিতীয় স্ত্রী জেসমিন আরার শেডের ভেতরে অজ্ঞাতনামা ২-৩ জন সন্ত্রাসী মুখোশ পরিহিত অবস্থায় প্রবেশ করে।
এ সময় তারা রশিদ আহমদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews