উইকিমিডিয়ার নতুন সিইও মারয়ানা ইস্কান্দার

প্রথম নিউজ, ডেস্ক: অনলাইন এনসাইক্লোপিডিয়া উইকিপিডিয়া পরিচালনাকারী অলাভজনক প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগ দিচ্ছেন মারয়ানা ইস্কান্দার। সংগঠনটির পক্ষ থেকে মঙ্গলবার এ সামাজিক উদ্যোক্তাকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। গত এপ্রিলে উইকিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে অব্যাহতি নেন কাথেরিন মাথার। উইকিমিডিয়া ফাউন্ডেশন উইকিপিডিয়াসহ ১২টি অন্যান্য ফ্রি নলেজ প্রজেক্টে সহায়তা করছে। প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে মারয়ানা সংগঠনটির লক্ষ্য বাস্তবায়ন এবং বিনামূল্যে বিশ্বের সর্বস্তরের মানুষের কাছে জ্ঞান বিতরণে কাজ করবেন। আগামী বছরের ৫ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে তিনি যোগদান করবেন এবং ফাউন্ডেশনটির বোর্ড অব ট্রাস্টির কাছে জবাবদিহি করবেন। মারয়ানা ২০১৩ সাল থেকে হারামবি ইয়ুথ এমপ্লয়মেন্ট অ্যাক্সিলারেটরের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি ২০১৯ সালে সম্মানজনক স্কল অ্যাওয়ার্ড অর্জন করেছে। ১৫ লাখের অধিক তরুণ জনগোষ্ঠীকে শিক্ষা ও আয়ের সুযোগ করে দেওয়ার জন্য এ সম্মাননা দেওয়া হয়।