ইসরায়েলি হামলায় ইসলামিক জিহাদের শীর্ষ কমান্ডার নিহত

গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসের কাছে হামাদ আবাসিক শহরের একটি ভবনের ৬ষ্ঠ তলায় ওই হামলা চালানো হয়।

ইসরায়েলি হামলায় ইসলামিক জিহাদের শীর্ষ কমান্ডার নিহত

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনের ইসলামিক জিহাদের (পিআইজে) এক শীর্ষ কমান্ডারসহ তিনজন নিহত হয়েছেন। গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসের কাছে হামাদ আবাসিক শহরের একটি ভবনের ৬ষ্ঠ তলায় ওই হামলা চালানো হয়। গাজায় প্রায় ১৩০টির বেশি টার্গেটে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। গত নয় মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালানো হচ্ছে। ইসলামিক জিহাদকে লক্ষ্য করে ইসরায়েলের চালানো হামলায় মঙ্গলবার সকাল পর্যন্ত গাজায় প্রায় ২৫ জন নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কমপক্ষে ১০ জন বেসামরিক নাগরিক এবং ইসলামিক জিহাদের তিনজন কমান্ডার নিহত হয়েছেন।

তবে ইসরায়েলের কেউ এসব হামলায় হতাহত হয়নি। পিআইজের আর্মড উইং নিশ্চিত করেছে যে, তাদের মিসাইল ইউনিটের প্রধান আলি হাসান ঘালি নিহত হয়েছেন। তিনি আবু মুহাম্মদ নামেও পরিচিত ছিলেন। মঙ্গলবার সকালের হামলায় তিনি নিহত হন। গাজায় হামাসের পর সবচেয়ে বড় সংগঠন পিআইজে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ঘালিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে, সাম্প্রতিক সময়ে ইসরায়েলের বিরুদ্ধে যেসব রকেট হামলা চালানো হয়েছে তার জন্য দায়ী ছিলেন ইসলামিক জিহাদের এই কমান্ডার।

এক বিবৃতিতে ঘালির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইসলামিক জিহাদ। এদিকে বুধবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদের অভিযান এখনও শেষ হয়নি। প্যালেস্টিনিয়ান ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, গত কয়েকদিনের হামলায় ৬৪ জন আহত হয়েছে। এছাড়া নিহত ২৪ জনের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু।

ইসরায়েলি কর্মকর্তাদের দাবি গাজা থেকে বুধবার সন্ধ্যায় চার শতাধিক রকেট নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে অধিকাংশই প্রতিহত করা সম্ভব হয়েছে। তবে এসব হামলায় ইসরায়েলের তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। এমনকি কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।