ইসরাইলি বিমান হামলায় রাফায় ২০০ ফিলিস্তিনি নিহত: জাতিসংঘ

ইসরাইলি বিমান হামলায় রাফায় ২০০ ফিলিস্তিনি নিহত: জাতিসংঘ

প্রথম নিউজ, ডেস্ক : গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফার শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে তথ্য দিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির কমিউনিকেশন ডিরেক্টর জুলিয়েট তোমা। বিশ্বের বেশ কিছু স্বাস্থ্য সংস্থাকে উদ্বৃত করে ওই প্রতিবেদনে জুলিয়েট উল্লেখ করেছেন, চলতি সপ্তাহের রোববার রাতে ইসরাইলের বিমান হামলায় অন্তত ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যারমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু এবং নারী রয়েছেন। 

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে বলেছে, ওইদিন ইসরাইলে ব্যাপক হামলা চালিয়েছে বলে জোর দিয়েছেন জুলিয়েট তোমা। এতে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। এখনও দশ লাখের বেশি মানুষ রাফায় অবস্থান করছেন বলে সতর্ক করেছেন তিনি। যারা সেখান থেকে পালানোর চেষ্টা করছে। তবে রাফায় ক্রমাগত ইসরাইলি বোমা হামলার ফলে নিরাপদ স্থানের সঙ্কুলান নেই বলে অভিযোগ করেছেন তিনি। 

গত তিন সপ্তাহে রাফা ক্রসিং থেকে মাত্র ২০০টি ত্রাণবাহী ট্রাক রাফার অভ্যন্তরে প্রবেশের সুযোগ পেয়েছে যা চাহিদার তুলনায় অপ্রতুল। গাজায় বর্তমানে মানবিক সহায়তা এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামসহ অন্তত পক্ষে ৫০০টির বেশি খাদ্যবাহী ট্রাকের প্রবেশ নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করেন জাতিসংঘের ওই কর্মকর্তা। 

গত রোববার তাল আল-সুলতান শরণার্থী শিবিরে বিমান থেকে বোমা ছুঁড়েছে ইসরাইল। এতে তাঁবুতে আগুন লেগে শিশু ও নারীসহ অন্তত ৪৫ ফিলিস্তিনি নিহত হন।
বিজ্ঞাপন
এছাড়া আহত হয়েছেন ২৫০ জনের বেশি বেসামরিক মানুষ।