ইরানে জাফর পানাহিসহ তিন নির্মাতা গ্রেফতার
বার্লিনজয়ী ইরানি জনপ্রিয় পরিচালক মোহাম্মদ রসুলফের পর এবার গ্রেফতার হয়েছেন আরেক পরিচালক জাফর পানাহি
প্রথম নিউজ, ডেস্ক : বার্লিনজয়ী ইরানি জনপ্রিয় পরিচালক মোহাম্মদ রসুলফের পর এবার গ্রেফতার হয়েছেন আরেক পরিচালক জাফর পানাহি। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ইরানের তিনজন চলচ্চিত্র নির্মাতা গ্রেপ্তার হলেন। এর আগে হয়েছিলেন আরেক পরিচালক মোস্তফা আল আহমেদ। এই তথ্য নিশ্চিত করেছেন ভ্যারাইটি ও ইরানের মেহের নিউজ
৬২ বছর বয়সী জাফর পানাহি ২০১৫ সালে তার ট্যাক্সি সিনেমার জন্য বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জেতেন গোল্ডেন বিয়ার ও থ্রি ফেসেস-এর জন্য ২০১৮ সালে সেরা চিত্রনাট্যের পুরস্কার জেতেন কান উৎসবে।
ইরান সরকারের সমালোচনা করার কারণে এর আগেও পানাহিকে গ্রেফতার করা হয়। সরকারবিরোধী প্রতিবাদে অংশ নেয়ার কারণে ২০১০ সালে তাকে ও মোহাম্মদ রাসুলফকে গ্রেফতার করা হয়েছিল। তার ছয় বছরের জেল হয়। পানাহির সিনেমা তৈরি এবং চিত্রনাট্য লেখার পাশাপাশি দেশত্যাগের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।
ফ্রান্স২৪ডট কম মেহের রিপোর্ট থেকে জানা যায়, গত সপ্তাহে ইরানে গ্রেফতার হওয়া দুই চলচ্চিত্র নির্মাতা মোস্তাফা আল-আহমেদ এবং মোহাম্মদ রাসুলফের মামলার ব্যাপারে খোঁজখবর নিতে আইনজীবীর কাছে গিয়েছিলেন সোমবার (১১ জুলাই) পানাহি। সেখানেই তাকে গ্রেফতার করা হয়।
এদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ২০১৭ সালে মুক্তি পাওয়া ও পুরস্কৃত ‘অ্যা ম্যান অব ইন্ট্রিগ্রিটি’ সিনেমার জন্য রসুলফকে গ্রেপ্তার করা হয়েছে। সিনেমাটিতে ইরানের দুর্নীতি ও অবিচারের মতো বিষয়গুলো তুলে ধরা হয়েছিল।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews