ইমরানের দল থেকে পদত্যাগের হিড়িক, দীর্ঘ হচ্ছে তালিকা
প্রথম নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৯ মে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করে পাকিস্তানের আধাসামরিক বাহিনী রেঞ্জার্স। ওই গ্রেপ্তারের পরপরই তার সংক্ষুব্ধ কর্মীরা পাকিস্তানের সেনাবাহিনীর সদর দপ্তর এবং লাহোরে কর্পস কমান্ডারের বাড়িতে হামলা চালান। এ ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনির। তিনি হামলার সঙ্গে জড়িতদের সামরিক আদালতে বিচারের হুমকি দিয়েছেন।
ইমরানকে গ্রেপ্তার এবং সেনাবাহিনীর স্থাপনার ওপর হামলার পর একটি বিষয় পরিলক্ষিত হচ্ছে— ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শীর্ষস্থানীয় নেতারা গণহারে দলত্যাগ করছেন। এ তালিকায় রয়েছে তার সরকারের মন্ত্রীর দায়িত্ব পালন করা নেতারাও। আর এ তালিকা প্রতিদিন দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। পিটিআইকে নিষিদ্ধ এবং দলটিকে কোণঠাসা করতে সেনাবাহিনীর পরোক্ষ ইন্ধনে এসব দলত্যাগের ঘটনা ঘটছে বলে ধারণা করছেন দেশটির রাজনৈতিক ব্লিশ্লেষকরা।
যেসব নেতাই পিটিআই ছাড়ার ঘোষণা দিচ্ছেন তারা আগে ৯ মে সেনাবাহিনীর সদর দপ্তরে হামলার নিন্দা জানাচ্ছেন এরপর বলছেন আর রাজনীতি করবেন না।
এখন পর্যন্ত ইমরান খানের সঙ্গ ত্যাগ করেছেন যেসব নেতা—
পাঞ্জাব
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরী
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শিরিন মাজারি
সেক্রেটারি জেনারেল আসাদ ওমর
সাবেক প্রাদেশিক মন্ত্রী ফয়জুল হাসানা চৌহান
সাবেক এমপিএ আব্দুল রাজ্জাক খান নিয়াজি
সাবেক এমপিএ ইফতেখারুল হাসান গিলানি
সাবেক এমপিএ জলিল আহমেদ সারকপুরি
সাবেক এমএনএ খাজা কুতব ফরিদ কোরেজা
প্রতিষ্ঠাতা সদস্য আমীর মাহমুদ কিয়ানি
চৌধুরী ওয়াজাত হোসেন
সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মালিক আমিন আসলাম
পিটিআই পূর্ব পাঞ্জাব প্রেসিডেন্ট ফাইজুল্লাহ কামোকা
ইসলামাবাদের সাবেক পিটিআই কেন্দ্রীয় উপ-মহাসচিব ডক্টর মুহাম্মদ আমজাদ
দক্ষিণ পাঞ্জাবের অতিরিক্ত মহাসচিব মালিক আসিফ আওয়ান
সাবেক এমপি জলিল শরকপুরী
সাবেক এমপি সৈয়দ সাঈদুল হাসান
সাবেক এমপি সেলিম আক্তার লাবার
এমএনএ চৌধুরী হোসেন এলাহী
চৌধুরী এহসানুল হক
ডাঃ মোহাম্মদ আফজাল
চৌধুরী জেহানজেব রশিদ
সাবেক এমপি জহিরউদ্দিন খান আলীজাই
সাবেক এমপি আউন ডোগর
সাবেক এমপি আব্দুল হাই দস্তি
সাবেক এমপি মালিক মুজতবা নিয়াজ গিশকোরী
সাবেক এমপিএ আলমদার হোসেন কোরেশী
সাবেক এমপি সাজ্জাদ হোসেন ছিনা
সাবেক এমপিএ সরদার কায়সার আব্বাস খান মাগসি
সাবেক এমপি আশরাফ রিন্দ
প্রাক্তন এমপিএ জাভেদ আনসারি
সাবেক এমএনএ মালেকা আলী বোখারী
প্রাক্তন এমপিএ জাভেদ আখতার আনসারি
সাবেক এমপিএ আহসান সেলিম বারিয়ার
মুহাম্মদ সেলিম বারিয়ার
সাবেক এমপি আনসির ইকবাল বারিয়ার
পিটিআই গুজরানওয়ালার সভাপতি খালিদ আজিজ লোন
সাবেক এমপিএ মিয়া মমতাজ আহমদ মাহারভী
সাবেক এমপি আসিফ মঞ্জুর
জামশেদ ইকবাল চিমা
সাবেক এমপিএ মুসাররাত জামশেদ চিমা
সাবেক এমপি আয়াজ খান নিয়াজী
সাবেক এমপিএ মালিক আকরাম কানহন
সাবেক এমপিএ মুরাদ রাস
সাবেক এমপি পীর আহমদ খাগ্গা
সাবেক এমপিএ রাজা ইয়াওয়ার কামাল
সাবেক এমপিএ চৌধুরী মুহাম্মদ আদনান
আবরার-উল-হক
সিনেটর নেতা সাইফুল্লাহ নিয়াজী
সাবেক এমএনএ খুররম শাহজাদ
সাবেক এমপিএ মিয়া আহসান আনসার ভাট্টি
ডাঃ ফিরদৌস আশিক আওয়ান
সাবেক এমপিএ মুহাম্মদ ওয়ারিস আজিজ
খসরো বখতিয়ার
সাবেক এমপিএ আহমদ শাহ খাগ্গা
খাইবার পাখতুনখাওয়া
প্রাক্তন প্রাদেশিক মন্ত্রী ডাঃ হিশাম ইনামুল্লাহ মালিক
কেপি সরকারের সাবেক মুখপাত্র আজমল ওয়াজির
মুখ্যমন্ত্রীর সাবেক উপদেষ্টা মালিক কাসিম খান খট্টক
এমএনএ উসমান তারাকই
এমএনএ মালিক জাওয়াদ হোসেন
কেপির সাবেক মন্ত্রী মুহাম্মদ ইকবাল ওয়াজির
সাবেক এমপিএ নাদিয়া শের
জেলা নেতা মালিক কাইয়ুম হিসাম
সাবেক এমপি নাদিয়া শের আলী
সাবেক এমপিএ হায়দার আলী খান
বেলুচিস্তান
প্রাক্তন প্রাদেশিক মন্ত্রী মুবিন খিলজি
সিনেটর মোহাম্মদ আবদুল কাদির
সিন্ধ
সিন্ধুর প্রেসিডেন্ট আলি জাইদি
এমপিএ বিলাল গাফফার
এমএনএ জয় প্রকাশ
সিন্ধুর এমপিএ ওমর ওমারি
পিটিআই সিন্ধের সহ-সভাপতি মেহমুদ মৌলভী
পিটিআই করাচির সভাপতি আফতাব সিদ্দিকী
এমপিএ সৈয়দ জুলফিকার আলী শাহ
এমপিএ সঞ্জয় গাংওয়ানি
এমপিএ ডঃ ইমরান শাহ
খয়েরপুর জেলা সভাপতি সৈয়দ গোলাম শাহ মো
সাবেক এমপিএ করিম বখশ গাবল
এমপিএ ইমরান আলী শাহ
সাবেক এমপি ওমর আমারী
সাবেক এমএনএ সাইমা নাদিম
এমপিএ মুহাম্মদ আব্বাস জাফরী
রাবিয়া আজফার নিজামী