ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপি নেতাকে বহিষ্কার
আজ বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রথম নিউজ, ঝালকাঠি: ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের নির্দেশ অমান্য করে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ওয়ারেচ আলী খানকে বহিষ্কার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ২০ জুন তাকে চিঠি দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে বিএনপি নেতা ওয়ারেচ আলী খান বলেন, দল থেকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে, আমি এর জবাব দিয়েছি। তারা সন্তুষ্ট হতে পারেনি হয় তো, তাই এ ঘোষণা দিয়েছে। ইউনিয়নবাসীর অনুরোধে জনমত উপেক্ষা করতে না পারায় প্রার্থী হয়েছি।
পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফারুক হোসেন খান, বিএনপি নেতা ওয়ারেচ আলী খান (স্বতন্ত্র) এবং পোনাবালিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. সাইদুর রহমান শাহিন (স্বতন্ত্র) রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। এ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন। আর আগামী ১৭ জুলাই ভোট অনুষ্ঠিত হবে।