ইউপি নির্বাচন: চার বিভাগে আ’লীগের মনোনয়ন পেলেন যারা
দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা ঘোষণা করা হয়।
প্রথম নিউজ, ঢাকা: চতুর্থ ধাপে দেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে আগামী ২৩ ডিসেম্বর। একইদিনে কক্সবাজারের টেকনাফ পৌরসভা, পাবনার আটঘরিয়া ও নরসিংদীর রায়পুরা পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে।
চতুর্থ ধাপের রংপুর, রাজশাহী, বরিশাল ও খুলনা বিভাগের ইউনিয়নগুলোর দলীয় (নৌকা প্রতীক) প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। একইসঙ্গে তিন পৌরসভার প্রার্থীদের নমাও প্রকাশ করা হয়েছে।
আজ রোববার দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা ঘোষণা করা হয়।
এর আগে শনিবার (২০ নভেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।
https://cdn.jagonews24.com/media/doc/2019November/pdf-20211121160605.pdf
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: