ইউএনওর নম্বর ক্লোন করে প্রতারণা, যুবকের ৩ বছরের কারাদণ্ড
রোববার (১৩ আগস্ট) সকালে রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইবুনালের বিচারক জিয়াউল হক এই রায় ঘোষনা করেন।
প্রথম নিউজ, রাজশাহী: রাজশাহীতে ইউএনওর নম্বর ক্লোন করে টাকা আদায়ের ঘটনায় মো. রাকিবুল ইসলাম (২২) নামে এক যুবককে তিন বছরের কারদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৩ আগস্ট) সকালে রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইবুনালের বিচারক জিয়াউল হক এই রায় ঘোষনা করেন। সাইবার ট্রাইবুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইসমোতারা বেগম জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
রাকিবুল ইসলাম লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার মহিষামুড়ি এলকার মোকছেদ আলীর ছেলে। ইসমোতারা বেগম বলেন, গত বছরের জুলাইয়ে মামলার বাদী মো. সামছুল ইসলামের কাছে মোবাইল ফোনে নিজেকে ইউএনও পরিচয় দেন রাকিবুল। এরপর তিনি বৃক্ষরোপন কর্মসূচী প্রকল্প পাইয়ে দেওয়ার নামে ইউএনও সেজে ২৮ হাজার টাকা মেবাইল ব্যাকিংয়ের মাধ্যমে হাতিয়ে নেন। এর কিছুদিন পর তিনি আরেকজনের কাছেও এভাবে টাকা চান। এতে সন্দেহ হলে তারা রাজশাহীর জেলার দুর্গাপুর উপজেলার ইউএনওর কাছে যান। সেখান থেকে আসামিকে ফোন দিলে তিনি ফোন কেটে বন্ধ করে দেন। পরে তারা ইউএনও কাছে থেকে জানতে পারেন মোবাইল নম্বর ক্লোনিং বা ভিওআইপি নম্বরিং করে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এই ঘটনায় তিনি রাজশাহীর দুর্গাপুর থানায় একটি মামলা করেন।
তিনি আরও বলেন, মামলায় আসামি মো. রাকিবুল ইসলামের বিরুদ্ধে করা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় তাকে দুই ধারায় মোট তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং দুই লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সঙ্গে এই মামলার অন্য দুই আসামি মো. মাইদুল ইসলাম মিলন ও মো. সাইদুল ইসলাম বিরুদ্ধে করা অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের খালাস দিয়েছেন অঅদালত।