আসামির কিল-ঘুষিতে পুলিশ আহত
রোববার মধ্য রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকার মোহাম্মদ সাকের মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে মানবপাচার মামলার পরোয়ানাভুক্ত আসামির কিল-ঘুষিতে সাখাওয়াত হোসেন নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন।
রোববার মধ্য রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকার মোহাম্মদ সাকের মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য টেকনাফ মডেল থানার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই)। অপরদিকে হামলাকারী মো. সাকের টেকনাফ মুন্ডারডেইল এলাকার কবির আহমদের ছেলে। তার বিরুদ্ধে মাদক, মানবপাচার, অস্ত্রসহ ছয়টি মামলা রয়েছে।
জানতে চাইলে এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, রোববার রাতে সাকের মিয়াকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় সাকের মিয়ার দুই ভাই মনু মিয়া (৪০) ও রফিকুল ইসলাম (২৯) পুলিশের দিকে তেড়ে এসে সাকের মিয়াকে ছিনিয়ে নিতে চেষ্টা চালান এবং স্বজনদের নিয়ে তারা সংঘবদ্ধভাবে পুলিশের ওপর হামলা চালান। এ সময় হামলাকারীদের মারধর ও সাকের মিয়ার ঘুষিতে এএসআই মো. সাখাওয়াত হোসেনের ঠোঁট ফেটে যায়। পরে সাকের মিয়ার ভাই মনু মিয়া ও রফিকুল ইসলামকেও আটক করে পুলিশ।
আহত পুলিশ কর্মকর্তাকে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। এ ঘটনায় সাকের মিয়াকে প্রধান আসামি করে তার দুই ভাইসহ সাতজনকে আসামি করে মামলা করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews