আসামে বুনো হাতির আক্রমণে শিশুসহ ৩ জনের মৃত্যু
ভারতের আসামে বুনো হাতির আক্রমণে শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে
প্রথম নিউজ, ডেস্ক : ভারতের আসামে বুনো হাতির আক্রমণে শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ আগস্ট) আসাম-মেঘালয় সীমানা সংলগ্ন লখিপুরের কাছে কুরাং গ্রামের এ ঘটনা ঘটে।
দেশটির বন কর্মকর্তা জানিয়েছেন, মেঘালয়ের পাহাড়ি এলাকা থেকে বুনো হাতির একটা দল খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে। সে সময় তাদের সামনে পড়ে প্রাণ যায় ওই তিন জনের। স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকায় প্রায়শই হানা দিয়ে ঘরবাড়ির ক্ষতি করে বুনো হাতির দল।
গত মাসে গুয়াহাটির আমচিং জোরাবাট এলাকায় বুনো হাতির হামলার মুখে পড়েন এক যুবক। এর আগেও গত মে মাসে গোয়ালপাড়া জেলায় বুনো হাতির আক্রমণে দুই নারীসহ তিন জনের মৃত্যু হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews